রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াই জিতে লাল দুর্গের রাজা আলকারাজ

আপডেট : ১০ জুন ২০২৪, ১২:৫৪ এএম

অবশেষে রোঁলা গারোর লাল দুর্গের রাজা হলেন কার্লোস আলকারাজ। প্রথমবারের মতো তিনি জিতলেন ফ্রেঞ্চ ওপেন। ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারালেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। পুরুষদের তৃতীয় ও চতুর্থ বাছাই তারকার মধ্যে টান টান খেলা হয়। 

এক সময় ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন জ়েরেভ। কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না আলকারাজ। চতুর্থ ও পঞ্চম সেট জিতে খেলা নিজের নামে করেন তিনি। ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন রাফায়েল নাদালের শিষ্য।

প্রথম সেটের শুরুটা ভাল করেছিলেন আলকারাজ। প্রথম গেমেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। কিন্তু জেরেভও তৈরি ছিলেন। পরের গেমে তিনি আলকারাজের সার্ভিস ভেঙে ১-১ করেন। তৃতীয় গেমে নিজের সার্ভিস ধরে রাখেন জেরেভ। আলকারাজও ছাড়ার পাত্র ছিলেন না। 

ধীরে ধীরে নিজের চেনা খেলা শুরু করেন তিনি। ১-২ থেকে ৪-৩ করেন। পরের গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৫-৩ এগিয়ে যান স্প্যানিশ তারকা। সেখান থেকে আর ফেরার সুযোগ ছিল না জেরেভের। মাত্র ২০ মিনিটের লড়াইয়ে ৬-৩ প্রথম সেট জিতে যান আলকারাজ।

আর তাতেই প্রথমবারের মতো লাল দুর্গের রাজা হলেন কার্লোস আলকারাজ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত