মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দক্ষিণ আফ্রিকাকে লড়াই দিতে প্রস্তুত, বললেন হাথুরু

আপডেট : ১০ জুন ২০২৪, ০২:২৫ পিএম

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করা বাংলাদেশ ফিরে পেয়েছে হারানো আত্মবিশ্বাস। লঙ্কানদের বিপক্ষে অনুভব করতে হয়েছে তীব্র চাপ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেদিন ম্যাচ শেষে সেই কথা বলেছিলেন। আজ দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটা জিতে যাওয়ায় আজ তাই দল কিছুটা স্বস্তি নিয়ে মাঠে নামবে। এমনটাই দাবি করলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন বাংলাদেশের ড্রেসিংরুমের হেডমাস্টার। সেখানেই তিনি এ কথা বলেছেন।

এক প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি তারা প্রায় স্বস্তি পেয়েছিল কারণ এটি আমাদের জন্য একটি বড় ম্যাচ ছিল। এই ম্যাচের আগে অনেক চাপ ছিল। তারা ভালো প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি এটা কিছুটা স্বস্তি যে আমরা একটি ম্যাচ থেকে বেরিয়ে এসেছি এবং দুই পয়েন্ট পেয়েছি।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও টপ অর্ডাররা ব্যর্থ ছিলেন বরাবরের মতো। তাহলে কি আজকের ম্যাচে কোনো মনোভাবে পার্থক্য দেখছেন কোচ। যেখানে টপ অর্ডারের কাছ থেকে ভালো খেলার প্রত্যাশা কারা যেতে পারে।

এই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘তা তো অবশ্যই। আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছি। কয়েক ম্যাচ আগেও আমাদের ১০০ রানের জুটি হয়েছে। তবে সেটা অধারাবাহিক। আমার মনে হয়, এটা আত্মবিশ্বাসের অভাবে। টি-টোয়েন্টি সময় নেওয়া একটা কঠিন বিষয়। এখানে শুরু থেকেই থাকতে হবে আক্রমণাত্মক ভঙ্গিমায়। যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আত্মবিশ্বাস।’

হাথুরু যোগ করেন, ‘এমন নয় যে প্রযুক্তিগত কোনো সমস্যা আছে বা ভালো প্রশিক্ষণের অভাব। অনুশীলনে ওরা ভালো করছে। কিন্তু আত্মবিশ্বাসের অভাবে তারা রানখরায় ভুগছে। তারপরও ভালো দিক হলো লিটন মাঝখানে যে খরায় ছিল সেই সময় কাটিয়ে উঠেছে। গত ম্যাচে কন্ডিশন অনুযায়ী রান করেছে। সে ভালো ব্যাটিং করেছে, এটা ইতিবাচক। অবশ্যই, আমরা পরের কয়েকটি ম্যাচে তাদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করছি।’

এসবের মাঝে কথা হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। আমরা তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়; সবকিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কী অনুভব করছে সেটাও। এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই।’

ম্যাচ জিতে গেলেও কিছু ত্রুটি ছিল। সেটা কাটাতে হলে বদল আনতে হবে একাদশে। হাথুরুসিংহে সেটা করতে যাবেন কীনা? নাকি জয়ী একাদশ নিয়েই খেলতে নামবেন? তার সঠিক উত্তর মেলেনি। তবে কন্ডিশন বুঝে ব্যবস্থা নেবেন বলে আগেভাগেই কিছু বলতে চাননি। সঙ্গে নাসাউয়ের উইকেট নিয়ে যে সমালোচনা হচ্ছে তা নিয়ে কথা বলেছেন তিনি।

বলেছেন, ‘সমালোচনা তো হচ্ছে। এখানে ব্যাটিংয়ের জন্য উইকেট অনেক কঠিন। প্রতিটি ম্যাচেই আমরা সেটা দেখছি। আমরা যখন এখানে খেলেছি তখন ব্যাটসম্যানদের জন্য এটা এত সহজ ছিল না। যা দুই দলকেই সমানভাবে খেলায় নিয়ে আসে। আমরা জানি যে দক্ষিণ আফ্রিকারও একটি ভাল বোলিং আক্রমণ রয়েছে, তবে আমরা এখনও আত্মবিশ্বাসী যে আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ভাল লড়াই দিতে পারব বলে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত