মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মোজোর টাকা কীভাবে ফিলিস্তিনে যায়?

আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:৪৯ পিএম

দেশীয় প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কোমল পানীয় মোজো। প্রতি বোতল সফট ড্রিংকস বিক্রি থেকে এক টাকা করে ফিলিস্তিনিদের জন্য গঠিত তহবিলে দেওয়ার ঘোষণা দিয়ে দেশের মানুষের ফিলিস্তিনের প্রতি গভীর সহমর্মিতা কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানটি। কয়েকমাস ধরে চলমান এ উদ্যোগ নিয়ে কৌতূহল অনেকের। কেউ কেউ জানতে চান মোজোর এই টাকা কীভাবে নির্যাতিত ফিলিস্তিনিদের কাছে পৌঁছায়?

এ বিষয়ে জানতে চাইলে আকিজ ফুডের প্রধান বিপণন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) সঙ্গে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে। আল আজহার ইউনিভার্সিটি-আসক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সরাসরি গাজার জন্য টাকা দিয়েছি।’

তিনি বলেন, ‘গত রমজানে আমাদের টাকা থেকে ১৫ লাখ মিল দেওয়া হয়েছে। কোরবানের ঈদে গরুর মাংস যাচ্ছে। তখন পাঠিয়েছি ৫ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এখন আরেকটা ফান্ড যাচ্ছে। আমরা আরও দিব।’

গত নভেম্বরে ঢাকার হাতিরঝিলে গাজায় গণহত্যার প্রতিবাদে কনসার্ট করেন কয়েকজন শিল্পী। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছিল মোজো। এ নিয়ে মো. মাইদুল ইসলাম বলেন, ‘ওই কনসার্টে টিকিট সেল করে টাকা জোগাড় করেছেন শিল্পীরা। আমরা ওখানে প্রডাক্ট বিক্রি করে যা পেয়েছি সেটা দিয়েছি। ওরাই টাকাটা পাঠিয়েছে। আমাদের কোনো হাত ছিল না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত