মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মিন্টুর বুদ্ধিতে কেন তিনটি মোবাইল নষ্ট করতে হয়েছিল?

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৩:১০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদককে কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসবাদে উঠে আসে হত্যাকাণ্ডে রাজনীতি-সংশ্লিষ্টতার তথ্য। আটক করা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। এরপর বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, এমপি আনারকে হত্যার পর তাঁর মরদেহের ছবি পাঠানো হয় গ্যাস বাবুর ফোনে। সেই ছবি দেখে হত্যাকাণ্ডের চুক্তির বাকি টাকা দেওয়ার কথা ছিল। 

সূত্র জানিয়েছে, এই আলামত নষ্ট করতে দুই আওয়ামী লীগ নেতা মিন্টু ও গ্যাস বাবু ঝিনাইদহে কয়েক দফা বৈঠক করেন। মিন্টু গ্যাস বাবুকে পরামর্শ দেন যেভাবেই হোক আলামত নষ্ট করতে হবে। তিনি বাবুকে তার তিনটি মোবাইল ধ্বংস করে ফেলতে বলেন। তার কথামতো মোবাইলগুলো ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়। পরে মোবাইল হারিয়ে যাওয়ার কথা বলে থানায় জিডি করেন বাবু। 

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে জানিয়েছিলেন মোবাইল হারিয়ে যাওয়ায় তিনি জিডি করেছেন। এরপর জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিন্টুর বুদ্ধিতে মোবাইল তার কাছে দিয়ে তিনি থানায় হারানোর জিডি করেন।

হারুন অর রশীদ বলেন, ‘গ্যাস বাবু ও মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে আমরা বিস্তারিত পরে জানাব। প্রয়োজনবোধে আবারও শিমুল ভূঁইয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত