রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এমপি আনার হত্যায় যেভাবে জড়িয়ে পড়ে ফয়সাল

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের একটি ফ্লাটে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জনই নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। 

সর্বশেষ ২৬ জুন খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ফয়সাল ও মোস্তাফিজ নামের দুই জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরাও আনার হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। 

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ফয়সাল তাঁর জবানবন্দিতে বলেছে, শিমুল ভূঁইয়ার সঙ্গে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে যোগাযোগ হয়। শিমুল ভূঁইয়া তাকে বড় অংকের টাকার প্রলোভন দেখিয়ে কলকাতায় যেতে বলে। পাসপোর্ট, ভিসা, টিকেটসহ সকল কাজ শিমুল ভূঁইয়া করে দেবে বলে আশ্বাস দেয়। জরুরি পাসপোর্ট করার জন্য তাকে টাকাও দেয়া হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ১৫ই এপ্রিল ফয়সাল খুলনা থেকে ঢাকায় এসে মামলার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বসুন্ধরার এল-ব্লকের ৩২ নং রোডের ১৯২৯ নং বাসায় ওঠে। পরদিন শাহীনের পিএস পরিচয় দিয়ে সিয়াম হোসেন দু’জনকে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রে নিয়ে যায়। ফয়সালের পাসপোর্টের জন্য শাহীনই টাকা দিয়েছিল, তিনিই তাদের দ্রুত ভিসা করে দেবেন বলেও জানানো হয় ফয়সালকে। ১৫ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত ফয়সাল শাহীনের বসুন্ধরার বাসায় অবস্থান করে। এ সময় তাদের দেখভালের দায়িত্ব ছিল সিয়ামের। ফয়সালের ভারতীয় ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট তৈরি, রোগের প্রেসক্রিপশনসহ আনুষঙ্গিক কাজের জন্য শাহীন প্রচুর টাকা খরচ করছে বলে তাকে সিয়াম জানায়। 

জিজ্ঞাসাবাদে ফয়সাল আরও জানায়, ভারতীয় চিকিৎসা ভিসা পেয়ে ২৫শে এপ্রিল ঢাকা থেকে খুলনা ফিরে যায়। পরে শিমুল ভূঁইয়া ও আক্তারুজ্জামান শাহীনের পরিকল্পনা মোতাবেক ফয়সাল ২রা মে কলকাতায় যায় এবং নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। মোস্তাফিজ ১০ই মে কলকাতার নিউটাউনস্থ সঞ্জিবা গার্ডেন্স নামক বাসায় ওঠে। শাহীনের পরিকল্পনায় ভিকটিম আনোয়ারুল আজিম আনার ওই বাসায় গেলে শিমুল ভূঁইয়ার নেতৃত্বে জিহাদ, মোস্তাফিজ ও সে আনারকে অজ্ঞান করে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে মৃতদেহ থেকে হাড় ও মাংস আলাদা করে নিশ্চিহ্ন করে ফেলা হয়। আনারকে হত্যা করা হলে ফয়সাল ১৯শে মে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসে এবং শাহীনের বসুন্ধরার বাসায় ওঠে।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সেখানেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১৮ মে পশ্চিমবঙ্গের বরানগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। ২০ মে কলকাতার একটি ফ্ল্যাটে আনারকে হত্যা করে লাশ টুকরো টুকরো করার তথ্য জানায় ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ঘাতকদের স্বীকারোক্তি থেকে জানা যায়, ১৩ মে দুপুরেই আনারকে হত্যা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত