বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এমপি আনার হত্যা: কাশিমপুর কারাগারে গ্যাস বাবু

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৪৫ এএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজি কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাশিমপুরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার।

তিনি বলেন, ছয় দিন পর তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হলো। এর আগে গত ২৫ জুন বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে কাশিমপুর কারাগার থেকে ঝািনাইদহ কারাগারে নিয়ে আসা হয়। গত ২৬ জুন গ্যাস বাবুকে ঝিনাইদহ শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর উপস্থিতিতে পায়রা চত্বর এলাকা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পেছনের দুটি পুকুরে মোবাইল ফোন উদ্ধারে তল্লাশি চালানো হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশপ্রধান ডিআইজি হারুন অর রশীদসহ আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কিন্তু মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। এসব মোবাইল ফোনে এমন তথ্য রয়েছে বলে ধারণা করছে ডিবি, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

এই ঘটনায় সর্বশেষ গত মঙ্গলবার সীতাকুণ্ড পাহাড়ের পাতালকালী মন্দিরের পাহাড়ি এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জানিয়ে তদন্ত কর্মকর্তারা বলেন, তাঁরা এরই মধ্যে এমপি আনার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত