স্ত্রীর পরকীয়ার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের লোহাগাড়ার প্রবাসী স্বামী আবু তালেব। শনিবার (২২ জুন) বিকেলে আবু তালেব এক সংবাদ সম্মেলনে তার স্ত্রীর বিচার চান।
সংবাদ সম্মেলনে জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দানী পাড়ার ওমান প্রবাসী আবু তালেবের সাথে ছয় বছর আগে বিয়ে হয় চকরিয়া উপজেলার পূর্ব ভেউলার ইশরাত জাহান এ্যানীর । বিয়ের কিছুদিন দেশে অবস্থানের পর স্বামী আবু তালেব ওমান চলে যান। পরবর্তীতে এ্যানী পরকীয়ার জড়িত হয়ে পড়ে এলাকার কিছু বখাটের সাথে। এ ব্যাপারে স্বামী আবু তালেব ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাধা দিলেও পরকীয়া থেকে বিরত করতে পারেনি। সম্প্রতি রনি নামে স্থানীয় এক বখাটের সাথে এ্যানী পালিয়ে গিয়ে আবু তালেবকে নানা হুমকি প্রদান করছেন।
সংবাদ সম্মেলনে আবু তালেবের মা মরিয়ম বেগম জানান, তার পুত্রবুধূ এ্যানীর নানা অপকর্ম কারণে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের কোনো অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হবে না বলে এ্যানী মুচলেকা দিলেও সে সংশোধন হয়নি।