মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কোন কোম্পানির বেল্ট পরেন ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিক?

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম

একসময় হিরো হয়ে পর্দায় নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতেন রঞ্জিত মল্লিক। উত্তমকুমারের বহু সিনেমায় তিনি ছিলেন মহানায়কের ছোট  ভাই। নব্বই দশকে সেই ভাই হয়ে ওঠেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের দাদা। সত্যি বলতে তিনি এমন এক দাদা যার আদর্শ আছে, যার মাথা গরম, দুষ্টুমি দেখলেই তিনি মারামারি শুরু করে দেন।

পর্দায় এমন ইমেজের কারণে রঞ্জিতের নাম হয়েছিল ‘বেল্টম্যান’। কারণ তিনি বেল্ট খুলে ভিলেনদের শপাং শপাং করে মারতেন। পরবর্তীতে সেটাই হয়ে উঠেছে কাল্ট। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক মিম। রসিকতাও। প্রশ্ন হলো, কোন কোম্পানির বেল্ট পড়েন রঞ্জিত মল্লিক?

সংবাদমাধ্যমের এমন প্রশ্নে রঞ্জিতের উত্তর ‘এটা একটা ভালো প্রশ্ন। হয়তো অনেকের মনেই এই প্রশ্নটা রয়েছে। তবে আমি কোনো নির্দিষ্ট কোম্পানির বেল্ট পরি না। বেল্ট শক্ত কিনা দেখি। আর দেখি সেটা পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিনা।’

রঞ্জিত মল্লিক

তিনি বলেন, ‘আমি ‘বেল্টম্যান’ হতে পারি, কিন্তু সত্যি বলতে আমার নিজের বেল্ট নিয়ে তেমন অবসেশন নেই। একটা হলেই হলো। সব রঙের বেল্ট আমার ভালো লাগে। তবে উদ্ভট রঙের নয়। যেমন ক্যাটকেটে কোনো রঙ। অনেককে আমি ওই রকম বেল্ট পরতে দেখেছি। ভালো লাগেনি।’

এদিকে ভিলেনদের ধোলাই দেওয়ার জন্য বিখ্যাত হলেও ক্যামেরার সামনে রঞ্জিতের মার খেতে ভয় পেতেন ভিলেনরা। সেই কথা বলেছিলেন দীপঙ্কর দে। বলেছিলেন, ‘রঞ্জিতদার মারের হাত একদম ভালো না। কখন যে মারতে শুরু করবেন, বুঝতেই পারবেন না। আমাদের প্রচুর লেগেছে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত