রাজশাহী শহরের বাবাহারা ও চা বিক্রেতা মায়ের ছেলে সাগর ইসলাম এবারের প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তার এই সাফল্য উদ্যাপন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সেখানেই সাগরের হাতে ৫ লাখ টাকা পুরস্কার তুলে দেয় ফেডারেশনের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ।
আজ পল্টন ময়দানসংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাগরের মা সেলিনা হোসেনও।
১৭ জুন তুরস্কের আন্তালিয়ায় ‘২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট’-এ ছেলেদের রিকার্ভ এককে দারুণ পারফর্ম করে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। প্যারিস অলিম্পিকের আগে সেটিই ছিল রিকার্ভ ইভেন্টে সরাসরি যোগ্যতা অর্জনের শেষ সুযোগ। সেমিফাইনালে উঠে অলিম্পিকে খেলা নিশ্চিত করে সেখানেই থেমে যাননি সাগর। ফাইনালে উঠে শেষ পর্যন্ত জিতেছেন রৌপ্য পদক।
এই সাফল্য মা সেলিনাকে উৎসর্গ করে সাগর আজ বলেছেন, ‘মা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। মা কষ্ট করে আমাকে আর্চার বানিয়েছেন। সংসারে অনেক অভাব ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু মা আমাকে আর্চারি চালিয়ে যেতে সব সময় উৎসাহিত করেছেন।’
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দীন আহমেদ দীর্ঘদিনের পৃষ্ঠপোষক সিটি গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘সিটি গ্রুপ বা তীর দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছে। কোনো ফেডারেশনে একটি নির্দিষ্ট পৃষ্ঠপোষক এত দিন ধরে ছিল কি না, আমার জানা নেই। তারা যখন প্রথম পৃষ্ঠপোষক হলো, তখন তারা আমাদের লক্ষ্য দিয়েছিল ২০২৪ অলিম্পিকে সরাসরি খেলতে হবে। আমরা ২০২০ সালেই সরাসরি খেলেছি। এখন আমাদের লক্ষ্য ২০২৮ অলিম্পিকে আরও বড় দল নিয়ে যাওয়া।’
ফেডারেশন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম সাগরকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটা লক্ষ্যপূরণ হয়েছে, সাগরকে পরের ধাপে সাফল্য পেতে লড়তে হবে।’ তিনি কোচ ফ্রেডরিখ মার্টিনের প্রশংসা করে বলেন, ‘কোচ নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁকেও আমি এই সাফল্যের কৃতিত্ব দিতে চাই।’
পৃষ্ঠপোষক সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী অলিম্পিকের খেলায় মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ‘অলিম্পিকে পদক জয়ের জন্য কাজ করতে হবে। সাগর ইসলামকে আরও বড় অর্জনের দিকে হাঁটতে হবে। আর্চারি ফেডারেশনের সঙ্গে সিটি গ্রুপ খেলাটির উন্নয়নে কাজ করে যাচ্ছে।’