মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সাপের চেয়েও ‘বিপজ্জনক’ যে ২ প্রাণী বাস করে প্রতিটি ঘরে

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৫:২২ পিএম

সাপ আতঙ্কে সারাদেশের মানুষ যখন আতঙ্কিত ঠিক সেই মুহূর্তে জানা গেল, সাপের চেয়ে বিপজ্জনক প্রাণী আমাদের বাড়িতে বসবাস করে। আর আতঙ্কের প্রধান বিষয় এই সাপ রয়েছে তালিকার তৃতীয় নম্বরে। ‘বিপজ্জনক’ দশটি প্রাণীর তালিকা তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘বিবিসি সায়েন্স ফোকাস’।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে, যেটির বসবাস বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। আরও কৌতুহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে, ‘বিপজ্জনক’ প্রাণী ওই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে।

তালিকার প্রথমে রয়েছে মশা। দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিবছর সাত লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন।

মশার পরের অবস্থানে আছে মানুষ। বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে, পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য ‘বিপজ্জনক’ একটি প্রাণী। কেননা, মানুষের হাতেই প্রতিবছর তার নিজ প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হচ্ছে।

তালিকার ৩ নম্বরে রয়েছে সাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, পৃথিবীতে প্রতিবছর প্রায় ৫৪ লাখ মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে প্রায় ৮১ হাজার থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।

এরপরে অবস্থান কুকুরের। কুকুরবে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হলেও এই প্রাণীটির কামড়ে প্রতিবছর সারা বিশ্বে গড়ে ৫৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। এরপর রয়েছে অ্যাসাসিন বাগ, বৃশ্চিক, কুমির, হাতি, হলহস্তি এবং তালিকার দশ নম্বরে রয়েছে ‘বনের রাজা’ সিংহ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত