ঈদ শেষ হলেও তার আমেজ কিংবা রেশ এখনো রয়ে গেছে সাবিলা নূরের। ‘গোলাম মামুন’ সিরিজের পাশাপাশি এবার ঈদে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছয়টির মতো নাটক। সবকিছু মিলিয়ে বেশ দারুণ সময় পার করছেন বলে জানালেন তিনি। সেই সঙ্গে এও বললেন, বড় পর্দায় কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
শুনলাম, শাকিব খানের সঙ্গে নাকি নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। কথাটি কতটুকু সত্যি, এমন প্রশ্নে সাবিলা নূর বললেন, ‘আমি এর আগেও অনেকবার বলেছি, শাকিব খানের সঙ্গে কাজ করতে বরাবরই ইচ্ছুক আমি। আমি সত্যিই চাই তার সঙ্গে কাজ করতে। আগেও চেয়েছি, এখনো চাই। শাকিব খানের সঙ্গে কাজ আসছে কি না এ বিষয়ে এখনো কোনো কিছুই বলতে চাই না। কারণ, কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কিছুই বলতে চাই না। এটুকু বলতে পারি, কথা হচ্ছে। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার, যেগুলো এখনো বলার মতো অবস্থায় নেই। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’
কেমন গেল এবারের ঈদ এমন প্রশ্ন করতেই সাবিলা নূর বললেন, ‘খুবই দারুণ কেটেছে। একটা সিরিজ করেছি, কিছু নাটক করেছি, সেগুলো থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। সবকিছু মিলিয়ে বলতে পারেন চমৎকার সময়ে কাটছে এখনো। কারণ, ‘গোলাম মামুন’ নিয়ে এখনো প্রতিদিন অনেক অনেক রেসপন্স পাচ্ছি। প্রত্যেকেই কাজটি ভীষণ পছন্দ করছেন।’
দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘দর্শকরা তো বেশ ভালো বলছেন আর সবাই এখন একটাই প্রশ্ন করছেন, সিজন টু কবে আসবে? যারাই দেখেছেন, তাদের সবার প্রায় একটাই প্রশ্ন। তা ছাড়া আমার চরিত্র নিয়ে সবাই বেশ অবাকই হয়েছেন। কারণ এ রকম চরিত্রে আমাকে আগে কেউ দেখেনি তো, তাই সবাই বেশ শকড (বিস্মিত) হয়েছেন। এদিকে প্রেক্ষাগৃহে তুফান সিনেমা চলছে, যেটা নিয়ে সব জায়গায় বেশ আলোচনা হচ্ছে, সেই কাজের পাশাপাশি আমাদের এ কাজটা নিয়েও সবাই অনেক আলোচনা করছেন এটাই অনেক ভালো লেগেছে।’
এদিকে নিজের কাজের বাইরে সুযোগ পেলে অন্যদের কাজও দেখা হয় সাবিলা নূরের। সময় পেলেই ছুটে যান সিনেমা হলে। এবার ঈদেও সিনেমা দেখেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এবার ঈদে শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি দেখেছি। এটার টিজার, গান দেখার পরই সিনেমাটির প্রতি আগ্রহ জন্মায়। এরপর নিজে টিকিট কেটে সিনেমাটি দেখেছি। খুবই অসাধারণ লেগেছে, পুরো এন্টারটেইনিং সিনেমা। আন্তর্জাতিক অঙ্গনে পাল্লা দেওয়ার মতো একটি সিনেমা। রায়হান রাফি নিজেকে নিজেই ছাড়িয়ে গিয়েছে আর শাকিব খানের কথা নতুন করে কী বলব! দুটো চরিত্রেই এত চমৎকার পারফরম্যান্স করেছেন, সত্যি দুর্দান্ত।’
ঈদে ছুটি কাটিয়ে শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরবেন সাবিলা, তবে সেটা এখনই নয়। আরও কিছুদিন ছুটি কাটাতে চান। বললেন, ‘কয়েকটা নাটক করেছিলাম যেগুলো টেলিভিশনে প্রচার হলেও অনেকগুলো এখনো ইউটিউবে আসেনি। এখন তো বেশিরভাগ মানুষই ইউটিউবে নাটক দেখেন। ইউটিউবে আসা নাটকের মধ্যে ‘রাত বাকি’-এর জন্য বেশ প্রশংসা পাচ্ছি। অন্যগুলো রিলিজ হবে আর এর মধ্যে নতুন কিছু কাজ নিয়েও কথা হচ্ছে। সবকিছু লক হলে তারপরই কাজে ফিরব।’
অভিনেত্রী জানান, দেশের বাইরে কলকাতায়ও সিনেমা নিয়ে কথা হচ্ছে।
তবে এখনো জানানোর মতো পর্যায়ে আসেনি। এর বাইরে ওটিটি নিয়েও কথা চলছে।