শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

যেখানে সবার চেয়ে আলাদা কস্তা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:২২ পিএম

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর ম্যাচে পর্তুগাল টাইব্রেকারে হারিয়েছে স্লোভেনিয়াকে। পর্তুগালের জয়ের নায়ক তাদের গোলকিপার দিওগো কস্তা। টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়েছেন তিনি। তাতে গড়েছেন অনন্য রেকর্ড।

ইউরো ইতিহাসে প্রথম গোলকিপার হিসাবে কস্তা তিনটি শট ঠেকালেন টাইব্রেকারে। স্লোভেনিয়ার জোসিপ ইলিচিচ, জুরে বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট ঠেকান কস্তা।

কস্তা ম্যাচ শেষে বলেন, 'আমি মনে করি, এটিই আমার জীবনের সেরা ম্যাচ ছিল। এমন একটি ম্যাচ, যেখানে আমিই সবচেয়ে কার্যকর ছিলাম। দলকে সাহায্য করতে পেরে আমি অনেক অনেক খুশি ও রোমাঞ্চিত।'

২৪ বছরের কস্তা ক্যারিয়ারে আগেও একাধিকবার পেনাল্টি ঠেকিয়েছেন। ট্রান্সফারমার্কেটের তথ্য বলছে ৯০ মিনিটের মধ্যে ১০টি পেনাল্টি ঠেকিয়েছেন তিনি। আর পেনাল্টিতে গোল হজম করেছেন ২৯ বার।

আর ৯০ মিনিটের পরে যেয়ে ২৪ পেনাল্টির মধ্যে ১০টি ঠেকিয়েছেন। তাতে তার সেভ রেট ৪১.৬৭%।

তবে পেশাদার ক্যারিয়ারে এর আগে একবারই টাইব্রেকারের মুখোমুখি হন কস্তা। ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগে পোর্তো ও আর্সেনাল ম্যাচে। সেই ম্যাচে অবশ্য টাইব্রেকারে কোন সেভ করতে পারেননি তিনি।

এবার টাইব্রেকারে স্লোভেনিয়ার ৩ শট ঠেকিয়ে দিয়ে ম্যাচসেরাও হয়েছেন কস্তা। টাইব্রেকারে ঠেকানো ৩ শটে এখন পেনাল্টি শুটআউটে কস্তার সেভ রেট বেড়ে হয়েছে ৪২.৮৬%।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত