সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইউরোতে আত্মঘাতী গোলে লাভবান ফ্রান্স

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:৩৭ পিএম

বেলজিয়ামকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি হয় আত্মঘাতী। এবারের ইউরো আসরে 'ওপেন প্লে' থেকে এখনও গোল করতে পারেনি ফ্রান্স।

গ্রুপ পর্বে ও শেষ ষোলো মিলে ফ্রান্স মোট গোল করেছে ৩টি। যার দুটি আত্মঘাতী একটি পেনাল্টি থেকে করেন কিলিয়ান এমবাপ্পে।

তাতে সমর্থকদের মনে প্রশ্ন জাগতেই পারে ফ্রান্সের স্ট্রাইকারদের হলোটা কি?

ইউরোর ইতিহাসে আত্মঘাতী গোল থেকে সবচেয়ে বেশি লাভবান দলটির নাম ফ্রান্স। চলতি আসরে দুবার তারা আত্মঘাতী গোলে জিতেছে। ইউরোতে এখন পর্যন্ত মোট ৫বার (সবচেয়ে বেশি) আত্মঘাতী গোল গেছে ফ্রান্সের পক্ষে।

চারবার আত্মঘাতী গোলে লাভবান হয়েছে স্পেন। এই তালিকায় তিনে আছে নেদারল্যান্ডস, তারা তিনবার আত্মঘাতী গোলে লাভবান হয়েছে।

সবশেষ ডুসেলডর্ফে সোমবার শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিটে অনেকটা ভাগ্যের ছোঁয়ায় গোলটি পায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে বদলি নামা কোলো মুয়ানির শটে বল ভারটঙ্গহানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

ইউরোর এবারের আসরে আত্মঘাতী গোল হয়েছে এখন পর্যন্ত মোট ৯টি। ইউরোর আগের আসরেই (২০২০) আত্মঘাতী গোল হয়েছিল মোট ১১টি; যা এক ইউরো আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড। সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবার।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দেশম বলেন, 'অবশ্যই শুধু বল দখলে রেখে ম্যাচ জেতা যাবে না। পজিশন ধরে রাখা, আক্রমণ করা এবং রক্ষণ সামলানো ভালো দিক। তবে আমাদের কয়েকটা শট ছিল (লক্ষ্যে), সম্ভবত এটিই একমাত্র জায়গা, যা নিয়ে আমি কাজ করতে চাই।'

ইউরোতে ফ্রান্সের পক্ষে যাওয়া যত আত্মঘাতী গোল -

আত্মঘাতী গোলদাতা ও দেশ

টুর্নামেন্ট ও রাউন্ড

ফলাফল

লুবোসলাভ পেনেভ (বুলগেরিয়া)

ইউরো ১৯৯৬, গ্রুপ পর্ব

ফ্রান্স ৩-১ বুলগেরিয়া

ইগর টুডর (ক্রোয়েশিয়া)

ইউরো ২০০৪, গ্রুপ পর্ব

ক্রোয়েশিয়া ২-২ ফ্রান্স

ম্যাট হামেলস (জার্মানি)

ইউরো ২০২০, গ্রুপ পর্ব

ফ্রান্স ১-০ জার্মানি

ম্যাক্সিমিলিয়ান ওবের (অস্ট্রিয়া)

ইউরো ২০২৪, গ্রুপ পর্ব

ফ্রান্স ১-০ অস্ট্রিয়া

ইয়ান ভারটঙ্গহান (বেলজিয়াম) 

ইউরো ২০২৪, শেষ ষোলো

ফ্রান্স ১-০ বেলজিয়াম

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত