বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১৬ জুলাই বার্নাব্যুতে ৯ নম্বর জার্সিতে দেখা যাবে এমবাপ্পেকে

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:৫৩ এএম

দলবদলের বাজারে দীর্ঘ নাটকীয়তা শেষে কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের। নতুন মৌসুম শুরুর আগে ফরাসি তারকাকে সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে এক জমকালো আয়োজনের ব্যবস্থা করছে লস ব্লাঙ্কোস। এর আগে জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবে তার জন্য ঠিক করা জার্সি নম্বরও।

পিএসজিতে ৭ মৌসুম কাটিয়ে এবার স্বপ্নের ক্লাব রিয়ালের হয়ে মাঠ মাতানোর পালা। গত মাসের শুরুতে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন এমবাপ্পে।

মাঠের প্রতিযোগিতায় নামার আগে ক্লাবের নতুন তারকাকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে জমকালো এক আয়োজনের ব্যবস্থা করেছে স্প্যানিশ ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৬ জুলাই বার্নাব্যুতে ফ্রান্স অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। সমর্থকদের সামনে তাকে স্বাগতম জানাবেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

সেদিন তার গায়ে থাকবে ৯ নম্বর জার্সি। যে জার্সি পরে এর আগে ব্রাজিলিয়ান ও পর্তুগিজ তারকা রোনালদো, করিম বেনজেমা, এমিলিও বুট্রাগুয়েনো এবং আলফ্রেডো ডি স্টেফানোর মতো তারকারা মাঠ মাতিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত