সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

পিএসসির প্রশ্নফাঁসের অভিযোগে আ. লীগ নেতা বহিষ্কার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:০৬ পিএম

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিজানুর রহমান ওরফে এমডি মিজানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে পদ থেকে বহিষ্কার করা হলো।

মিজানুর রহমান উপজেলা মোহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড় এলাকার আবু বক্কর সিদ্দিক দারোগার ছেলে। তিনি বেশির ভাগ সময় ঢাকায় বসবাস করেন।

শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির প্রশ্ন ফাঁস এবং চাকরির বিষয়ে প্রতিবেদনের ভিডিও ক্লিপ প্রচার হয়। সেখানে এমডি মিজানের নামটি উঠে আসায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবেদনের স্ক্রিনশটসহ আ. লীগ নেতা মিজানকে নিয়ে সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে আলোচনার ঝড় ওঠে। প্রতিবেদনে আদিতমারী উপজেলার আরো একজন পিএসসির সাবেক কর্মচারী এ টি এম মোস্তফা কামালের নামও উঠে আসে। তার বাড়িও একই এলাকায়। ইতিপূর্বে পিএসসি থেকে এ টি এম কামালকে চাকরিচ্যুত করা হয়।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী বলেন, এমপি মহোদয়ের নির্দেশনায় দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, কোনো ব্যক্তির দায় দল নিতে পারে না। তিনি যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার জন্য আইন আছে। আইন অনুযায়ী সরকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও দাবি করেছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত