যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস ভালো শ্যুটার ছিলেন না। গুলি চালাতে ব্যর্থ হওয়ায় হাইস্কুলের রাইফেল দলে চান্স পাননি তিনি। শনিবার সন্ধ্যা পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশ চলার সময় তার ওপর গুলি চালিয়েছিলেন ক্রুকস। এ সময় গুলিটি ট্রাম্পের কান ফুটো করে বেরিয়ে যায়। কিন্তু ট্রাম্পের এক সমর্থক নিহত হন। আরও দুজন গুরুতর আহত হন।
এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের মঞ্চ থেকে ১৪০ মিটার দূরে একটি ভবনের ছাদ থেকে এআর- ১৫ স্টাইলের সেমিঅটোমেটিক রাইফেল দিয়ে ট্রাম্পের ওপর গুলি চালান ক্রুকস।
টমাস ম্যাথিউ ক্রুকস বেথেল পার্কের বাসিন্দা ছিলেন। যেখানে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল সেখান থেকে প্রায় এক ঘণ্টা সময়ের দূরত্ব। ম্যাথিউ ক্লেয়ারটন স্পোর্টসম্যানস ক্লাব নামে একটি স্থানীয় শ্যুটিং ক্লাবের সদস্য ছিলেন৷
দ্য পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হাইস্কুলে রাইফেল দলে ঢোকারও চেষ্টা করেছিলেন। কিন্তু বাজে পারফরমেন্স করার জন্য তাকে নেয়া হয়নি। টমাসের এক বন্ধু জানিয়েছেন, টমাস একবার ২০ ফুটের কাছাকাছি দূরত্বের একটি টার্গেট মিস করেছিলেন। এমন একটি হাস্যকরভাবে খারাপ শট দিয়েছিল যে সে প্রথম দিনই দল থেকে বাদ পড়ে যায়। তার অন্য এক সহপাঠী জানান, টমাস একদমই ভালো শ্যুটার ছিলেন না।
এএফপির খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, ট্রাম্পকে লক্ষ করে গুলি করতে ক্রুকস এ আর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিলেন, সেটি কিনেছিলেন তার বাবা।
তবে কেন, কী উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি করেছে ক্রুকস, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে তারা।