মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

এক্সে ১০০ মিলিয়ন ফলোয়ার, কতদিন লাগল মোদির?

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমতে পারে। তবে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তায় ভাটা পড়েনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। চলতি সপ্তাহে এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডি পার করলেন মোদি। এক্সে (সাবেক টুইটার) যোগ দেওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই এই জনপ্রিয়তা তার।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন পার হলেও তিনি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে। তথ্য অনুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খোলেন মোদি। তবে টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। ২০২০ সালের জুলাইয়ে এই সংখ্যা ৬০ মিলিয়নে পৌঁছায় ।

তবে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বাড়লেও দেশে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমতির দিকে। লোকসভা নির্বাচনের ফলাফলেই তা  স্পষ্ট। এবার ৪০০ পারের লক্ষ্য থাকলেও মাত্র ২৪০ আসনে জিতেছে বিজেপি।

লোকসভা ভোটে এবার মোদি ম্যাজিক কাজ করেনি। দেশের পাশাপাশি নিজের কেন্দ্র বারাণসীতেও হতাশ হতে হয়েছে তাকে। জয়ী হলেও গতবারের তুলনায় এবার অনেকটাই কমেছে মোদির ভোট। ফলে এক্স হ্যান্ডেলে ফলোয়ার বাড়লেও বাস্তবে মোদির জনপ্রিয়তা রীতিমতো প্রশ্নের মুখে।

এদিকে মোদির ফলোয়ার ১০০ মিলিয়ন পার করলেও তার তুলনায় পিছিয়ে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তার ফলোয়ার ৩৫.২ মিলিয়ন। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ২৬.৪ মিলিয়ন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত