রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিলে কোটা সংস্কারপন্থী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আজ বৃহস্পতিবার আবুল হোটেল ও খিলগাঁও সড়কের মাঝামাঝি এই অবস্থা দেখা গেছে।
এদিক বিকেল তিনটা ১৫ মিনিটের দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দেখা যায়, আবুল হোটেল মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের লক্ষ করে ছোড়রা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ছে পুলিশ। তাদের পাশে দাঁড়িয়ে খিলগাঁও থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷
খিলগাঁও গভমেন্ট হাইস্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত শিক্ষার্থী তালহা জুবায়ের অভিযোগ করেন, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এক হয়ে আমাদের ওপর আক্রমণ করেছে। আমরা সবাই সাধারণ শিক্ষার্থী৷ এখানে তারা এভাবে হামলা করছে।
একই অভিযোগ করেছে ন্যাশনাল আইডিয়াল কলেজের আন্দোলনরত শিক্ষার্থী রেদওয়ান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া, খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মেট্রোপলিটন খিলগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে কেউই কথা বলতে রাজি হননি। পরে হায়াতুল ইসলাম বলেন, এই সময় কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই।