সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

উদ্বোধনের আগেই প্যারিস অলিম্পিকে বিশ্বরেকর্ড দক্ষিণ কোরিয়ার

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম

প্যারিস অলিম্পিকের এখনো আনুষ্ঠানিক উদ্বোধনই হয়নি। শুক্রবার রাত সাড়ে ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর আগেই অবশ্য ফুটবল, রাগবি, আর্চারিসহ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গেছে। তাতে রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সিহিয়েওন।

গতকাল বুধবার আসরের প্রথম দিনে নারীদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৯৪ পয়েন্ট (সম্ভাব্য ৭২০ এর মধ্যে) নিয়ে সিহিয়েওন নতুন বিশ্বরেকর্ড গড়েন। এর আগের রেকর্ডটি ছিল দক্ষিণ কোরিয়ারই ক্যাং চেইয়ংয়ের। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি এই রেকর্ড গড়েছিলেন।

তবে অলিম্পিকের মঞ্চে এই ইভেন্টে সর্বোচ্চ পয়েন্ট উঠেছিল ৬৮০। টোকিও অলিম্পিকে (২০২১ সালে অনুষ্ঠিত) এই পয়েন্ট তুলে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার আরেক আর্চার আন সান। দলীয়ভাবেও এই ইভেন্টে ২০৪৬ পয়েন্ট নিয়ে নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। আগের রেকর্ড ছিল ১৯৯৬ পয়েন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত