মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শাবিপ্রবির শিক্ষকদের প্রতিবাদ র‍্যালি

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিপিড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে প্রতিবাদ র‍্যালি ও সংহতি সমাবেশ করেছেন শিক্ষকরা।

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তরের সামনে থেকে র‍্যালি শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে একত্রিত হন। এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রাজইক মিয়া, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক সাজেদুল করিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থী, শিশু ও অসহায় মানুষের ওপর যে নির্বিচারে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। ছাত্ররা যে ৯ দফা দাবি দিয়েছে তা যৌক্তিক, আমরা তার সাথে একমত। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক। আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে এর সঠিক বিচার হোক।

তারা আরও বলেন, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিন। শিক্ষার্থীরা এ দেশের হৃদয়ের স্পন্দন, তাদের ওপর আর গুলি চালাবেন না। প্রশাসনের ভাইয়েরা এ আন্দোলনের সুফল আপনার সন্তানেরাও নিবে। আপনারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত