ফরিদপুরে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ জামায়েত ইসলামীর কার্যালয় থেকে ১২টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের মুজিব সড়কে পুলিশ সুপার মোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা শেষে পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, গতকাল বুধবার রাতে তাকবীর নামে একজন জায়াত-শিবিরের ব্যক্তি আটক হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২টি ককটেল, বিপুল পরিমানে জিহাদী বই, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ব্যাংকের জমা বইসহ বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ সময় জামায়াতের কোনো সদস্যকে গ্রেপ্তার করা যায়নি।