রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড় থেকে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা উদ্ধার করেছে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় শিক্ষার্থীদের ওই দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের আটক করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা জানান, দুই ব্যক্তি বাস থেকে নামার পর তাদের কাছে থাকা ব্যাগ দেখে সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসা করা হলে কথা অসংলগ্নতা দেখা যায়। পরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আসার পর আটক ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।