শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

অপেক্ষার পালা শেষে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল মৌসুম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৯:২৯ এএম

মৌসুমজুড়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দিকেই বেশি নজর থাকে ফুটবল প্রেমীদের। আপেক্ষার পালা শেষ হচ্ছে চলতি সপ্তাহেই। জার্মানির বায়ার্ন মিউনিখ বাদে বড় ক্লাবগুলোর প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ। নতুন মৌসুমে বদলে যায় অনেক হিসেবই। ক্লাবগুলোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় অনেক খেলোয়াড়ই দল পাল্টান। তো কারো বদলে কোচ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ কবে শুরু, নতুন কারা উঠেছে শীর্ষ লিগে তাই নিয়েই এই আয়োজন।

এমবাপ্পেকে নিয়ে লা লিগা

সবার আগে শুরু হবে স্পেনের লা লিগা। আগস্টের ১৫ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে স্পেনের শীর্ষ লিগ। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। বার্সেলোনা খেলতে নামবে আগামী শনিবার। মৌসুমে লিগের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। রবিবার মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। লিগে মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৭ অক্টোবর। এই দুই দলের ফিরতি দেখা হবে ২০২৫-এর ১১ মে।

লা লিগার এবারের মৌসুমে খেলবে লেগানেস, ভায়াদোলিদ ও এস্পানিওল। স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে গেল মৌসুমে লেগানেস ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল, দ্বিতীয় স্থানে ছিল ভায়াদোলিদ (৭২)। প্লে-অফ জিতে এস্পনিওল সুযোগ পায় লা লিগায়। এই তিন দল এর আগেও লা লিগায় খেলেছে।

শুধু লা লিগায় বললে ভুল হবে, এই মৌসুমের দলবদলে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি রিয়াল মাদ্রিদে আসছেন, বিষয়টি অনেক দিন ধরে ছিল ওপেন সিক্রেটের মতো। পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে এবার ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন তিনি রিয়ালে। আগেই চুক্তি করে রাখলেও এই মৌসুমেই এন্দ্রিক পালমেইরাস থেকে যোগ দিয়েছেন রিয়ালে। এ ছাড়া লাইপজিগ থেকে ৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন দানি ওলমো। কাতালান ক্লাবটিতে হয়েছে কোচ বদলও। জাভি দায়িত্ব ছাড়ার পর বার্সেলোনায় কোচ হয়ে এসেছেন হান্স ফ্লিক।

ইপিএল শুরু ১৬ আগস্ট

বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগ। ১৬ আগস্ট (আগামী শুক্রবার) থেকে শুরু হচ্ছে ইপিএল। প্রথম দিনেই মাঠে নামবে ২০ বারের লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম। লিগের শুরুর দিকেই বড় ম্যাচ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। স্টামফোর্ড ব্রিজে আগামী রবিবার চেলসি-ম্যানচেস্টার সিটির খেলা। লিভারপুল, আর্সেনাল মাঠে নামবে আগের দিন।

এবার প্রিমিয়ার লিগে ফিরেছে লেস্টার সিটি, ইপসউইচ টাউন ও সাউদাম্পটন। ইপসউইচ টাউন ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরল ২২ বছর পর। একটা সময় ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে বড় নামই ছিল ইপসউইচ টাউন। ১৯৬১-৬২ মৌসুমে সে সময়ের ইংল্যান্ডের শীর্ষ লিগ প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয় দলটি। আশির দশক পর্যন্ত শিরোপা লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বীই ছিল ইপসউইচ।

২০২৪-২৫ মৌসুমে চেলসি দলে ভিড়িয়েছে পর্তুগিজ রাইট উইঙ্গার পেড্রো নেটোকে। উলভস থেকে ৬০ মিলিয়ন ইউরোয় চেলসিতে যোগ দেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে এই মৌসুমে (জানুয়ারি থেকে) মাঠ মাতাবেন আর্জেন্টাইন তুরুণ অ্যাটিকং মিডফিল্ডার ক্লাদিও এচেভেরি। জুলিয়ান আলভারেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা আছে। ম্যানইউ এবার বেশি জোর দিয়েছে ডিফেন্সে। তাই তো লিওঁ থেকে ৬২ মিলিয়ন ইউরোয় দলে ভিড়িয়েছে ১৮ বছরের সেন্টার ব্যাক লেনি ইওরোকে।

ইপিএলে এবার দলবদলে খেলোয়াড়ের চেয়ে বেশি আলোচনায় ছিলেন কোচরা। গেল মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। ২০২৪-২৫ মৌসুম থেকে অলরেডদের ডাগআউট সামলাবেন আর্নে স্লট। ব্রাইটন ছেড়ে যান রবার্টো ডি জাব্রি। বর্তমানে তিনি ফ্রান্সের ক্লাব মার্শেই এর দায়িত্বে আছেন। চেলসির দায়িত্বে নেই মওরিসিও পচেত্তিনো। নতুন মৌসুমে ব্লুজরা খেলবে এনজো মারেসকার কোচিংয়ে।

সিরি আ-তে অঁরি-ফ্যাব্রিগাসের দল

ইতালিয়ান লিগ শুরু হবে আগামী শনিবার থেকে। প্রথম দিনেই মাঠে নামবে মিলানের দুই ঐতিহ্যবাহী ক্লাব। গেল মৌসুমে ইতালির দ্বিতীয় বিভাগ থেকে সিরি আ-তে উঠে এসেছে পার্মা, কোমো ও ভেনেজিয়া। ২০০৩ সালের পর প্রথমবারের মতো সিরি আ লিগে ফিরে এসেছে কোমো। কোমোর একাংশের শেয়ারহোল্ডার হিসেবে আছেন আর্সেনালের সাবেক দুই সতীর্থ থিয়েরি অঁরি ও সেস্ক ফ্যাব্রিগাস।

এই মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে ৫১ মিলিয়ন ইউরোয় জুভেন্তাসে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডার ডগলাস লুইজ। ফরোয়ার্ড আলভারো মোরাতা ১৩ মিলিয়ন ইউরোয় আতলেতিকো মাদ্রিদ থেকে যোগ দেন এসি মিলানে।

ফ্রেঞ্চ লিগে নেই কোনো সুপার স্টার

ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগও শুরু হবে ১৬ আগস্ট। প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। তারা খেলবে লে হার্ভের মাঠে। পিএসজি ছেড়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তাকে ছাড়া দলটি মৌসুমে কেমন করে, সেটি হবে দেখার।

এবারের মৌসুমে ফ্রেঞ্চ লিগে প্রমোশন পেয়েছে অজিয়েরে, অ্যানঞ্জার্স ও সেন্ত এতিয়েন। সেন্ত এতিয়েন ১০ বারের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন। তবে সবশেষ তারা লিগ জিতেছে ১৯৮০-৮১ সালে।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্শেইতে যোগ দিয়েছেন মাসন গ্রিনউড। পিএসিজ প্রায় ৬০ মিলিয়ন ইউরো দিয়ে বেনফিকা থেকে দলে ভিড়িয়েছে পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও নাভাসকে। এ ছাড়া ৪০ মিলিয়ন ইউরোয় ফ্রাঙ্কফুর্ট থেকে পিএসজিতে এসেছেন সেন্টার ব্যাক উইলিয়ান পাচো।

সবার পরে বুন্দেসলিগা

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার শেষে শুরু হবে বুন্দেসলিগা। গেল মৌসুমে জার্মান লিগের চমক ছিল বায়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখে আধিপত্য ভেঙে লিগ শিরোপা জেতে তারা। এবারও লেভারকুসেনের চমক অব্যাহত থাকবে নাকি হারানো সাম্রাজ্য ফিরে পাবে বায়ার্ন মিউনিখ, সেটি হবে দেখার। বরুসিয়া ডর্টমুন্ডও জানাবে কঠিন চ্যালেঞ্জ। লিগ শুরুর প্রথম দিনই বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে খেলবে লেভারকুসেন। বায়ার্নের প্রথম ম্যাচ ২৪ আগস্ট উলভসবুর্গের বিপক্ষে। ডর্টমুন্ড খেলবে তার আগের দিন ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।

জার্মান লিগে এই মৌসুমে নতুন দল হিসেবে উঠে এসেছে সেন্ট পাউলি ও হলস্টেন কিল। গেল মৌসুমে হ্যারি কেইনকে দলে ভিড়িয়েও লিগ শিরোপা জিততে পারেনি বাভারিয়ানরা। এবার তারা দলে ভিড়িয়েছে ইংলিশ উইঙ্গার মাইকেল ওলিসেকে। এ ছাড়া পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও পালিনহাকেও দলে ভিড়িয়েছে তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত