মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজবাড়ীতে নতুন শিক্ষাক্রম বাতিল দাবি শিক্ষকদের 

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

রাজবাড়ীতে নতুন শিক্ষাক্রম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেরাতুল কোরানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী আবু ইউসুফ, বানিবহ মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান আসাদ, আব্দুস সামাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, যাতে তারা প্রতিবাদী হতে না পারে। শেখ হাসিনা সরকার সেই কাজটিই করেছেন। অবিলম্বে বর্তমান শিক্ষাক্রম বাতিল করে আগের শিক্ষাক্রম ফেরত আনার জোর দাবি করেন তারা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত