শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল হবে, বললেন অ্যালিসা হিলি

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:৫৩ পিএম

রাজনৈতিক পালাবদলের চলমান পরিস্থিতিতে আগামী অক্টোবরে বাংলাদেশে পূর্বনির্ধারিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন পড়েছে অনিশ্চয়তার মুখে। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো নিরাপত্তার স্বার্থে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রেখেছে বাংলাদেশকে। এমন অবস্থায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজিত হবে বিষয়টি মানবিক জায়গা থেকে বোধগম্য হয়ে উঠছে না অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলির।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিলি বলেন, ‘ওখানে (বাংলাদেশে) গিয়ে ক্রিকেট খেলাটা ঠিক এই মুহূর্তে আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় সেটি হয়তো ভুল হবে। একটা দেশ যেখানে সংকটের মধ্যে রয়েছে, এই অবস্থায় তাদের সকল সম্পদ ও সুবিধাসমূহ অন্যত্র ব্যবহার করা প্রয়োজন, বিশেষ করে যখন মানুষ মারা যাচ্ছে তাদের সাহায্যার্থে। অবশ্যই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চাইতে অন্যান্য কাজগুলো সেখানে বেশি গুরুত্বপূর্ণ। তবে এ সিদ্ধান্ত নেওয়ার ভার আমি আইসিসির ওপর ছেড়ে দেবো।’

বাংলাদেশে বিশ্বকাপ না হলেও মার্চে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন হিলি, ‘সেখানে গিয়ে কন্ডিশন ও ধীরগতির টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত হওয়া আমাদের ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। বিশ্বকাপ বাংলাদেশে হোক বা না হোক, মনে হয় না আমাদের যা আছে তাতে প্রভাব ফেলবে। সামনে যাই আসুক না কেন আমরা ভালোমতোই প্রস্তুত।’

কন্ডিশনের দিক দিয়ে বাংলাদেশ ও আমিরাতের উইকেট অনেকটা একই আচরণের হওয়ায় এমনটা ভাবছেন হিলি। ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হেদার নাইটও কন্ডিশন নিয়ে হিলির সুরেই কথা বলেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত