শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রোহিতের চোখে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের তিন স্তম্ভ

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০১:৫২ পিএম

দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে এবছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। দুর্দান্ত দলীয় পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকাকে বিস্ময়করভাবে হারিয়ে তারা শিরোপা জিতে নেয়। মাঠে যেমন ক্রিকেটাররা খেলেছেন, তেমনই মাঠের বাইরেও নিজ নিজ দায়িত্ব পালন করেছেন কর্মকর্তারা। তাদের মধ্য থেকেই এবার বিশ্বকাপ জয়ের তিন স্তম্ভকে নির্বাচন করলেন অধিনায়ক রোহিত শর্মা।

রোহিতের মতে, সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়, প্রধান নির্বাচক অজিত আগরকার এবং বিসিসিআই সচিব জয় শাহই হলেন সেই তিন স্তম্ভ। ভারত অধিনায়কের ভাষায়, ‘এই দলটাকে বদলে দেওয়া আমার স্বপ্ন ছিল। পরিসংখ্যান বা ফলাফল নিয়ে ভাবতে চাইনি। এমন পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে বেশি কিছু না ভেবে ক্রিকেটারেরা নিজেদের প্রকাশ করতে পারে।’

রোহিত আরও বলেছেন, ‘এটাই দরকার ছিল। আমি তিন স্তম্ভ, জয় শাহ, রাহুল দ্রাবিড় এবং অজিত আগরকারের সাহায্য পেয়েছিলাম। কাজটা বেশ কঠিন ছিল। কিন্তু ক্রিকেটারদের কথা ভুলে গেছে চলবে না। বিভিন্ন পরিস্থিতিতে ওরা এগিয়ে এসে দলকে সাহায্য করেছে বলেই আমরা এত কিছু অর্জন করতে পেরেছি। প্রতিদিন এমন মুহূর্ত আসে না। অনেকদিন ধরে আমরা চেয়েছি এই দিনটি আসুক।’

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা জেতানো অধিনায়ক রোহিত দেশকেও শিরোপা এনে দিয়েছেন। নিজের অনুভূতি আর লক্ষ্য নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। আমরা ভালো খেলেছি। তাই সবাই উৎসব করতে পেরেছে। শিরোপা নিয়ে দেশে ফিরতে পেরে গর্বিত। এখনও সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তবে একবার ম্যাচ বা ট্রফি জয়ের স্বাদ পেলে কেউই থামতে চায় না। আমরাও থামব না। ভবিষ্যতে আরও ভাল কিছু করার চেষ্টা করব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত