স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। দেশে চলমান এই ভয়াবহ বন্যায় দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ ত্রাণ নিয়ে ছুটে গেছেন পানিতে ডুবে যাওয়া সেসব স্থানে, আবার কেউ নিয়ে গেছেন স্পিডবোট। দুর্গতদের সাহায্যার্থে নিজেদের আয় অনুদান করছেন, আবার কেউ নীরবেই সাহায্য করে যাচ্ছেন। তবে অনেককেই দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে সবাইকে একত্র হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাতে।
কাপড় ও পানি পাঠিয়েছেন মাহি
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে সতর্ক করছেন মাহি। লিখেছেন, ‘আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরনো যত কাপড় আছে, সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।’
দুই মাসের আয় দিলেন সিয়াম
দুই মাসের আয়ের টাকা বন্যার্তদের সাহায্যে দিচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এক ভিডিও বার্তায় এই নায়ক বলেন, ‘আমাদের বাংলাদেশের মানুষের একতা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের আয় পুরোটা দান করছি। কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’ সিয়ামের স্ত্রী অবন্তীও তার এ মাসের ইনকাম দিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। এ সময় সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদের বলব, প্লিজ আপনারা বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশে এখন সাপোর্ট প্রয়োজন।’
ডিপজলের ত্রাণ
বরাবরের মতো এবারও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করেছে। নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ত্রাণের মধ্যে রয়েছে, চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, স্যালাইন, লাইটার, মোমবাতি, লুঙ্গি, শাড়িসহ প্রয়োজনীয় পণ্য। ডিপজলের এই ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন তার সহকারী ফয়সাল।
নিজের ‘হাসি ফাউন্ডেশন’ থেকে মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যার্তদের সাহায্যার্থে কাজ করছেন নিজের সেবামূলক প্রতিষ্ঠান ‘হাসি ফাউন্ডেশন’ থেকে। ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘হাসি ফাউন্ডেশন সাধ্যমতো চেষ্টা করছে। আপনারাও এগিয়ে আসুন।’ খোঁজ নিয়ে জানা গেছে, তার এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সাত সদস্যের একটি দল ত্রাণ নিয়ে ছুটে গেছেন কুমিল্লায়।
বন্যাকবলিত এলাকায় আরশ ও তিশা
বন্যা শুরুর খবরেই নোয়াখালীতে ছুটে যান ছোট পর্দার অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশা। সেখানে গিয়ে ত্রাণ বিতরণের পাশাপাশি এ অভিনেতাকে দেখা গেছে দুর্গতদের উদ্ধার করতে। সেখানে গিয়ে ফেসবুক লাইভে এসে তারা বলেন, নিজ চোখে কখনো এমন দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে এ সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এজন্য আমরা কয়েকজন মিলে চলে এসেছি। এখানে আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। এখানে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। শিশুদের খাবার, পানি ও ওষুধ নিয়ে আসার পরামর্শ দেন এই অভিনেতা।
চমকের পাঁচ পরামর্শ
ঢাকা থেকে কয়েকজনের একটি দল নিয়ে ফেনীতে ছুটে গেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেখানে গিয়ে এক ভিডিও বার্তায় যারা উদ্ধার ও ত্রাণ নিয়ে বন্যাকবলিত অঞ্চলে যাচ্ছেন, তাদের জন্য পাঁচটি পরামর্শ দিয়েছেন। বোটের ধারণক্ষমতা মাথায় রেখে উদ্ধারকাজে যেতে, বোটের ইঞ্জিন চালানোর তেলের বিষয়টা মাথায় রাখার জন্য, উদ্ধারের সময় ম্যাপিং জানা জরুরি, বোট চালানো অভিজ্ঞ লোক নিয়ে উদ্ধারকাজে যাওয়ার জন্য বলেছেন চমক।
সর্বশেষ এই অভিনেত্রী বলেছেন, ফেনীতে মানুষগুলো মোটামুটি কনট্রোলের মধ্যেই আছে। উদ্ধারের জন্য ফেনী না এসে খাগড়াছড়ি কিংবা কুমিল্লার দিকে গেলে আরও ভালো হবে।