কাগজে কলমে ছোট কিছু দেশের গ্রীষ্মকালীন দলবদল এখনও চালু থাকলেও শেষ হয়েছে বড় দেশগুলোর দলবদল। আর প্রসঙ্গ যখন দলবদল তখন চমকতো থাকবেই। ভাঙবে গড়বে নতুন রেকর্ড। মাঠের পজিশন অনুযায়ী সর্বোচ্চ পারিশ্রমিকে দলবদল করা ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে একটি একাদশ। সম্মিলিতভাবে এ একাদশটি মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৬১২ মিলিয়ন ইউরো। চলুন দেখে নেওয়া যাক কে কে রয়েছেন ৩-৫-২ ফরমেশনে গড়া এ একাদশে।
গোলরক্ষক:
ডেভিড রায়া (স্পেন), ব্রেন্টফোর্ড থেকে আর্সেনাল, ৩১.৯ মিলিয়ন ইউরো
সেন্টারব্যাক:
ম্যাক্স কিলমান (ইংল্যান্ড), উলভস থেকে ওয়েস্ট হাম, ৪৭.৫ মিলিয়ন ইউরো
লেনি ইয়োরো (ফ্রান্স), লিঁল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৬২ মিলিয়ন ইউরো
ম্যাথিইস ডি লিট (নেদারল্যান্ডস), বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪৫ মিলিয়ন ইউরো
সেন্ট্রাল মিডফিল্ডার:
জোয়াও নেভেস (পর্তুগাল), বেনফিকা থেকে পিএসজি, ৬০ মিলিয়ন ইউরো
আমাদোউ ওনানা (বেলজিয়াম), এভারটন থেকে অ্যাস্টন ভিলা, ৫৯.৩ মিলিয়ন ইউরো
রাইট উইং:
পেদ্রো নেতো (পর্তুগাল), উলভস থেকে চেলসি, ৬০ মিলিয়ন ইউরো
লেফট উইং:
জোয়াও ফেলিক্স (পর্তুগাল), আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসি, ৫২ মিলিয়ন ইউরো
সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার:
দানি ওলমো (স্পেন), লাইপজিগ থেকে বার্সেলোনা, ৫৫ মিলিয়ন ইউরো
স্ট্রাইকার:
ডমিনিক সোলানকে (ইংল্যান্ড), বোর্নমাউথ থেকে টটেনহাম, ৬৪.৩ মিলিয়ন ইউরো
জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদ, ৭৫ মিলিয়ন ইউরো