রাত পোহালেই ভারতের মাটিতে লাল বলের লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। দুই সপ্তাহ আগেই পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ভারত ততটা সহজ প্রতিপক্ষ নয়। বিগত এক দশকের পরিসংখ্যান শান্তদের মনে চিন্তার উদ্রেক করতে যথেষ্ট।
যে কোনো ফরম্যাটেই দেশ কিংবা বিদেশের মাটিতে ভারতের পারফর্মেন্স এখন দুর্দান্ত। কিছুদিন আগেই তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। লাল বলের ক্রিকেটে ২০১৩ সাল থেকে হিসেব করলে চমকে যেতে হয়। এই সময়ের মধ্যে ঘরের মাঠে মোট ৫১টি টেস্ট খেলে ভারত জয় তুলে নিয়েছে ৪০টি ম্যাচে। পরাজিত হয়েছে মাত্র ৪টি টেস্টে। ৭টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।
নিজেদের মাটিতে টেস্ট ফরম্যাটে আর কোনো দলই গত এক দশকে ভারতের মতো দাপট দেখাতে পারেনি এক্ষেত্রে ভারতের জয়-পরাজয়ের খতিয়ান ৪০-৪! এই তালিকায় অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। ২০১৩ থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ৫৭টি টেস্ট খেলে তারা জিতেছে ৪১টি। পরাজিত হয়েছে ৭টি টেস্টে। ড্র হয়েছে ৯টি টেস্ট।
তবে এই ১১ বছরের সময়কালকে ২টি ভাগে ভাগ করলে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ভারতের দাপট তুলনামূলকভাবে কমেছে। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত সময়ে ভারত ঘরের মাঠে ৩৪টি টেস্টে মাঠে নেমেছে। জিতেছে ২৮টি টেস্ট এবং হেরেছে ১টি। ড্র হয়েছে ৫টি টেস্ট। এই সময়ে ভারতের ব্যাটিং গড় ছিল ৪৪.০৫। অর্থাৎ, উইকেট পিছু ভারত সংগ্রহ করে ৪৪.০৫ রান। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত হোম টেস্টে ভারতের ব্যাটিং গড় ছিল ৪৮.০০। তবে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সেই ব্যাটিং গড় ৩৩.৪০-এ নেমে যায়। ভারত চলে যায় তালিকায় পাঁচ নম্বরে।