মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হোয়াইটওয়াশ হয়ে অধিনায়কত্ব ছাড়লেন টিম সাউদি

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম

শ্রীলঙ্কার কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি। তার জায়গায় লাল বলে নতুন অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে। আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের মাটিতে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই সফরের দল এখনো ঘোষণা করা হয়নি।

পদত্যাগের বিষয়ে সাউদি বলেছেন, ‘কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালো হবে। আমি বিশ্বাস করি, দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরম্যান্সে মনযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।’

২০২২ সাল কেন উইলিয়ামসনের থেকে নেতৃত্বভার পেয়েছিলেন সাউদি। তার নেতৃত্বে ১৪ টেস্ট খেলে সমান ৬টি করে জয়-পরাজয় এসেছে, ড্র হয়েছে ২টি ম্যাচ। সর্বশেষ শ্রীলঙ্কার কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে কিউইরা। নূন্যতম লড়াইও করতে পারেনি! দ্বিতীয় টেস্ট হেরেছে ইনিংস ও ১৫৪ রানে। তাছাড়া সর্বশেষ ৮ টেস্টে মাত্র ১২ উইকেট নেওয়া সাউদির ফর্ম নিয়েও সমালোচনার সৃষ্টি হয়েছিল।

সাউদিকে নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘টিম দারুণ একজন খেলোয়াড়  আর খুব ভালো একজন নেতা যাকে সতীর্থ ও সাপোর্ট স্টাফরা অনেক সম্মান করে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে সাউদি, টেস্ট দলের দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত