বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ইনিয়েস্তা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে আর ফুটবল মাঠে দেখা যাবে না। স্পেনের বিশ্বকাপজয়ী এই ৪০ বছর বয়সী সুপারস্টার আগামী ৮ অক্টোবর ক্লাবের হয়ে শেষবার মাঠে নামবেন বলে জানা গেছে। ওই ম্যাচ শেষেই তিনি সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন।

১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা। সেই থেকে ২০১৮ পর্যন্ত তিনি লাল-নীল জার্সি গায়েই খেলেছেন। লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কটাও ছিল দারুণ। ২০১৮ সালে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। পাঁচ বছর জাপানে খেলার পর ২০২৩ সালে তিনি যোগ দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে।

ন্যু ক্যাম্প ছাড়ার আগে বার্সেলোনার হয়ে বিভিন্ন পর্যায় মোট ৬৭৪টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির হয়ে ৯বার লা লিগা এবং ৪বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তার জাদুকরী ফুটবলে বহু ম্যাচের মোড় ঘুরে গেছে। স্পেনের অনূর্ধ্ব ১৫ থেকে অনূর্ধ্ব ২১ পর্যন্ত সবগুলো বয়সভিত্তিক দলের হয়েছে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ।

স্পেনের ২০০৮ সালের ইউরো কাপ এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইনিয়েস্তা। ক্লাব ফুটবলে লিওনেল মেসি, জাভি অ্যালেনসো, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজদের সাবেক সতীর্থকে সমীহ করেনি এমন কোনো প্রতিপক্ষ নেই। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, সর্বত্র সমান দক্ষতায় নিজেকে মেলে ধরেছেন ইনিয়েস্তা।

তিনি মাঠে থাকলে স্ট্রাইকারেরা বল পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকেন। প্রতিপক্ষের ডিফেন্ডারদের মধ্যে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে নিখুঁত নিশানায় বল বাড়াতে তার জুড়ি ছিল না। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজে গোল করতেও দক্ষ বিশ্বফুটবলের অন্যতম জাদুকর। তার অবসরের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগের অবসান।

২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইনিয়েস্তা। এবার ফুটবলকেই পাকাপাকিভাবে বিদায় জানিয়ে দিচ্ছেন এই সুপারস্টার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত