বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পুরো সত্য জানলে তুর্কি লিগে যেতেন না মরিনহো, কি সেই সত্য?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

তুর্কি সুপার লিগে গতকাল রাতে ত্রাবজোনস্পোরের বিপক্ষে নাটকীয় এক লড়াইয়ের শুরুতে এগিয়ে যায় ফেনেরবাচে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে প্রতিপক্ষের টানা দুই গোলে একটা সময় লিড হারায় ফেনেরবাচে। পরে অবশ্য সমতায় ফিরে শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে হোসে মরিনহোর দল।

দল ম্যাচ জেতার পরও আলোচনায় মরিনহো তার বক্তব্যের কারণে। বিশেষ করে ভিএআর রেফারির সমালোচনা করেছেন মরিনহো। ম্যাচে ফেনেরবাচের বিরুদ্ধে দেওয়া পেনাল্টি দুটি অন্যায্য বলে দাবি করেছেন তিনি। বলেছেন, আগে জানলে তিনি তুরস্কেই আসতেন না।

মরিনহো বলেন, 'আমি ফেনেরবাচের মানুষদের দোষ দিচ্ছি, যারা আমাকে এখানে নিয়ে এসেছে। তারা আমাকে অর্ধেক সত্য বলেছে। তারা আমাকে পুরো সত্য বলেনি, যদি তারা আমাকে পুরো সত্য বলত, আমি এখানে আসতাম না।'

ভিএআরে থাকা রেফারির কড়া সমালোচনা করে বলেন, 'অর্ধেক সত্য নিয়েও আমরা সবাই প্রতিপক্ষ এবং প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেছি। সে (ভিএআর রেফারি আতিলা কারাওগ্লান) দুটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছে, যা (মাঠের) রেফারি দেয়নি। আর আমাদের যখন নিশ্চিত পেনাল্টি পাওয়ার কথা ছিল, তখন সে সেটা দেয়নি। তাই ম্যাচসেরা হচ্ছে আতিলা কারাওগ্লান।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত