বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০১:৩১ এএম

সর্বাধুনিক প্রসেসর সমৃদ্ধ নতুন ফোন আনল ওয়ানপ্লাস। যার মডেল ওয়ানপ্লাস ১৩। এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। এই হ্যান্ডসেটে কোয়ালকম সবচেয়ে নতুন এবং পাওয়ারফুল মোবাইল প্রসেসর দেওয়া যাবে। এছাড়াও ৬০০০ এমএইচ ব্যাটারির সঙ্গে আপনাকে ভালো পাওয়ার ব্যাকআপ দিতে পারে।

ডিসপ্লে

ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬.৮২ ওলিড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস-এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে। এই ডিসপ্লেতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

চিপসেট

এতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্র্রাগন ৮ এলিট চিপসেট রয়েছে।

ওএস এবং স্টোরেজ

এই স্মার্টফোন অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি চার স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে। এগুলো হলোÑ ১২এই+২৫৬এই, ১২এই+৫১২এই, ১৬এই+৫১২এই এবং ২৪এই+১এই ভার্সন।

ক্যামেরা

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলো হলো ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আলট্রাভাইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সুপার টেলিফোটো ক্যামেরা। এছাড়াও সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাবেন।

ব্যাটারি

এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সপোর্ট তৈরি করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত