শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইট বোঝাই ট্রাকে পিকআপের ধাক্কা, চালক ও সহকারীর মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম

ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ইট বোঝাই ট্রাককে পেছনে থেকে সজোরে ধাক্কা দেয়া অন্য একটি পিকআপের চালক ও সহকারী মারা গেছে।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।

নিহতরা হলেন, পিকআপের চালক জামালপুর সদর উপজেলার আনিসুর রহমানের ছেলে কাঞ্চন (২৩) ও তাঁর সহকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলার রোদনূর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আশরাফুল (১৯)।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেনে একটি ইটবোঝাযই ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আসা অন্য একটি পিকআপ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় পিকআপের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নিলে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঘটনার পর ইটবোঝাই ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।‘

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত