নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ বাদে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাত ৮টার পরে বাংলামোটরে সংগঠনটির অফিসে এই সভা শুরু হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কলেজ ক্যাম্পাস ভাঙচুরসহ শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছেন। এছাড়াও টাকা দিয়ে রাজধানীতে লোক সংগ্রহসহ নানা ইস্যু নিয়ে আলোচনার জন্যই এই আলোচনা সভা ডাকা হয়েছে। এ সভায় মূলত এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র উমামা ফাতেমা উপস্থিত আছেন।
এর আগে দেশজুড়ে চলমান সংঘাত ও দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সংগঠনটির পেজে শেয়ার করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি, চলমান অন্তর্দ্বন্দ্ব ২৪ এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।
ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী, ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহের সাথে জরুরি আলোচনা সবা আহ্বান করেছে।