সেন্ট কিটসে রবিবার সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতে সৌম্য-লিটনের বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন ওপেনার তানজিদ তামিম।
এই ওপেনার ফিরেছেন ৬০ রান করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সগ্রহ ছিল ৩৪ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান। মিরাজ ৬৩ ও মাহমুদউল্লাহ ৪ রানে ব্যাট করছিলেন। ৭১ বলে ফিফটি পূরণ করেন মিরাজ।
গ্লোবার সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলা সৌম্য সরকার জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ব্যক্তিগত ১৯ রানে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য।
এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন। তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন তামিম-মিরাজ। ৪৬ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করা তামিম আউট হলে জুটি ভাঙে।
আফিফ ফেরেন ২৮ রান করে। তাতে চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি ভাঙে।