সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাভারে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ এএম

সাভারে এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৬০ জন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনী, সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় একটি পাগলা কুকুরের কামড়ে ৬০ থেকে ৭০ জন আহত হয়। কুকুরটি যাকেই সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, আমি আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে একটি কুকুর আমার হাতে কামড়ে ধরে রাখে। পরে কুকুরটিকে কয়েকজন পথচারী আঘাত করলে কুকুরটি আমাকে ছেড়ে দেয়। এরপরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছি।

পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে। তারপর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’

লাভলু মিয়া নামে আহত পথচারী বলেন, একটি পাগলা কুকুর রেডিও কলোনি থেকে মানুষকে কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়িয়েছে বলে জানান তিনি।

গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, কুকুরের কামড়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৬০ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাগলা কুকুরকে নিয়ন্ত্রণে প্রশাসনিক কোনো ব্যবস্থা চোখে পড়েনি।

এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক আবু বকর সরকার বলেন, পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারী আহতের খবর পেয়েছি। তবে যেহেতু সরকারিভাবে কুকুর নিধন নিষিদ্ধ, তাই কুকুরের কামড়ে আহত রোগীদের জন্য বিনামূল্যে এবং স্বল্পমূল্যে পৌরসভা থেকে ভ্যাকসিনের ব্যবস্থা চালু আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত