রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হোপের আশা সিরিজ হবে '৩-০'

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ওয়ানডে সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজ। দুই বছর আগে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ।

গতকাল দ্বিতীয় সিরিজের ওয়ানডেতে জয়ের পর হোপ বলেন, 'খুব ভালো লাগছে। পাওয়া প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেডনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।'

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল সরাসরি আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম স্থানে।

সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান হোপ, 'প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত