ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, নতুন কোর্স চালু ও গবেষণায় বারডেমকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ ) কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সাথে বারডেম একাডেমি ও বারডেম টিচার্স এসোসিয়েশনের শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে বিএসএমএমইউ উপাচার্য এই আশ্বাস দেন। এ সময় উপাচার্য কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, বারডেমে নতুন কোর্স চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারডেমের শিক্ষার্থীদের সরকারিভাবে ভাতা প্রাপ্তির বিষয়, উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় গবেষণা কার্যক্রম আরো জোরদার করা, বারডেম একাডেমিতে এমডি, এমএস পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপাচার্য উচ্চতর মেডিক্যাল শিক্ষা, একাডেমিক রিসার্চসহ বিভিন্ন বিষয়ে বিএসএমএমইউর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতকালে বারডেম একাডেমি ও বারডেম টিচার্স এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অবস এন্ড গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামসাদ জাহান, এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ফিরোজ আমীন, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াসম মো. মহসিনুল হক, বারডেম টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. গোলাম আজম, এন্ডোক্রাইনোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ফারিহা আফসানা, বারডেম একাডেমির সিনিয়র অফিস সেক্রেটারি মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।