শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বছর শেষে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় আর্জেন্টিনা, পাঁচ নম্বরে ব্রাজিল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম

টানা দ্বিতীয়বার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে বছর শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিঃসন্দেহে এটা তাদের ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন। অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে পাঁচ নম্বরে। বছরের শেষবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লিওনেল মেসির দল। ১৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স এবং ১৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তিনে এবারের ইউরো জয়ী স্পেন। এছাড়া ১৮১৩.৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড আর খুব খারাপ সময় পার করা ব্রাজিল ১৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

গত নভেম্বরে ফিফার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের পর ২১টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছে। ফলে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বছরের শেষ র‌্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি। সেরা দশের অন্য পাঁচটি দল হলো পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি। বাংলাদেশ ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে ১৮৫ নম্বরে আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত