সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চার্জ শেষ, গরু এসে টানল নেতার ইলেকট্রিক গাড়ি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম

শখ করে বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন নেতা। কিন্তু মাঝপথে শেষ হয়ে গেল ব্যাটারির চার্জ। উপায় না দেখে গাড়ির সামনে বাঁধা হয় দড়ি। বিদ্যুৎচালিত গাড়ি পরিণত হয় গরুর গাড়িতে। দুটি গরু সেই গাড়ি টেনে নিয়ে যায় গন্তব্যে। ঘটনাটি ভারতের রাজস্থানের কুচামন পৌরসভার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজস্থানের বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতির এ ঘটনার একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

জানা গেছে, অনিল সিংহ মেদতিয়া ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন। কিন্তু গাড়িটি নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তিনি। অনিল সিংহ মেদতিয়ার দাবি, মাঝরাস্তায় যখন-তখন বন্ধ হয়ে যায় তার গাড়ি। এখন পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করেছেন। চালানোর আগে গাড়ির ব্যাটারি চার্জ দিলেও প্রায়ই মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।

এক্সে বিনোদ ভোজক নামের অ্যাকাউন্টে এ ঘটনার ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে গরু দুটি। সোশ্যালে মিডিয়ায় ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, ‘শেষমেশ গরু দু’টিই বাঁচাল।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত