সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অ্যাওয়ার্ড শো নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতি শ্যাননের

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

অ্যাওয়ার্ড শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যানন। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টের খোলামেলা কথোপকথনে কৃতি জানান, ৯০-এর দশকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো কত সুন্দর ছিল, কতটা সারল্য থাকত সেখানে, কিন্তু বর্তমানে পিআর-এর কারণেই শো অফ বেড়ে গেছে।

একটা সময় মাত্র হাতে গোনা ৩-৪টি অ্যাওয়ার্ড শো হত, তবে বর্তমানে সেই সংখ্যা বেড়ে যে কত দাঁড়িছে তা গুনে বলা বেশ মুশকিল। সব ম্যাগজিন, চ্যানেল বলা ভালো প্রায় বড় বড় সব ধরণেই সংস্থাই বর্তমানে অ্যাওয়ার্ড শোয়ের আয়োজন করে থাকে। 

এবার এই বাড়তে থাকা অ্যাওয়ার্ড শো নিয়েই মুখ খুললেন কৃতি স্যানন। তার মতে, অ্যাওয়ার্ড দেওয়ার যে আসল উদ্দেশ্য সেখান থেকে দূরে সরে গেছে সংস্থাগুলো। বর্তমানে নাকি কেবল পিআর বাড়ানোর জন্যই এই অ্যাওয়ার্ড শোগুলো করে থাকে। সবটাই চলে শো অফের উপর।

'দো পাত্তি' অভিনেত্রী উল্লেখ করেছেন যে ৯০-এর দশকে, শুধুমাত্র কয়েকটি অ্যাওয়ার্ড শো ছিল, যেখানে গ্ল্যামার প্রদর্শনের পরিবর্তে শৈল্পিক কৃতিত্বের উদযাপনের দিকে বেশি মন দেওয়া হত। 

তিনি আরও জানান যে, অভিনেতারা সাধারণ পোশাক পড়েই এই সব শোগুলোতে আসতেন, সেখানে ডিজাইনার পোশাক পরার প্রয়োজন পড়ত না বা রেড- কার্পেট উপস্থিতির উপর এত জোর দেওয়া হত না।

কৃতির মতে, ফোকাসের এই পরিবর্তন আধুনিক অ্যাওয়ার্ড শোগুলোর সততা এবং প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেছিলেন, ‘আমি যদি আজকের সময়ের একটা কিছু পরিবর্তন করতে পারতাম, তবে এই বিষয়টার পরিবর্তন করতাম। তবে শুধু এই বিষয়টা নয় আরও অনেক কিছু রয়েছে পরিবর্তন করার মতো।’

বিভিন্ন পোর্টাল এখন একাধিক ইভেন্টের আয়োজন করে থাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘৯০- এর দশকে দুটি অ্যাওয়ার্ড শো হত বা সর্বোচ্চ তিনটি। এখন প্রতিটি পোর্টাল থেকে একটি করে অ্যাওয়ার্ড শো হয়। হঠাৎ করেই আমি অনুভব করতে শুরু করেছি, যে এটা ওত বড় ব্যাপার নয়।’

কৃতি পরামর্শ দিয়েছে যে, বর্তমান দিনের এই পুরষ্কার সংস্কৃতি প্রতিভা এবং নৈপুণ্যের প্রকৃত প্রশংসার উপর অধিক জোর দিলে আসলে উপকার হবে। তিনি শিল্পের বিবর্তন নিয়ে কথা বলার সময় সরলতা এবং সততা হারানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত