বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন আবারও আলোচনায় উঠে এসেছেন। এবার তার সিনেমা নয় বরং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে। অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখে গুঞ্জন উঠেছে, তিনি কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
'হিরোপান্তি' মুভি খ্যাত এই অভিনেত্রী মঙ্গলবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে কবীর বাহিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি সেলফি শেয়ার করেন। ছবিতে কৃতিকে সাদা শার্ট ও নীল-সাদা ব্রালেট পরিহিত অবস্থায় দেখা গেছে আর কবীর পরেছেন কালো টি-শার্ট। ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি সুন্দর সমুদ্র সৈকতের দৃশ্য। এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। কারণ এর কিছুদিন আগেই কবীর বাহিয়া একই সৈকত থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন। উভয়ের অবস্থান ‘দ্য পাম জুমেইরাহ’ ট্যাগ করা ছিলো যা থেকে ধারণা করা হচ্ছে তারা দু’জনে একসঙ্গে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন।
এ বিষয়ে ভক্তদের প্রতিক্রিয়া ছিল বেশ মজার। কেউ লিখেছেন, "বলিউডে কি আরেকটি বিয়ে আসছে?" আবার কেউ মন্তব্য করেছেন, "তাদের একসঙ্গে দারুণ দেখাচ্ছে"। কবীর ও কৃতির সম্পর্কের গুঞ্জন নতুন নয়। এর আগেও গ্রিসে কৃতির বোন নুপুর শ্যাননের সঙ্গে তাদের ছুটি কাটানোর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল।
কৃতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত "দো পাত্তি" সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী এবং প্রযোজনা করেছেন কৃতি নিজেই। এই সিনেমায় তার অভিনয় ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছে। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন, কৃতি ও কবীর তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন কিনা।
অ/মা