বোর্ডার-গাভাস্কার ট্রফির গল্প জমেছে বুমরা-উচ্ছ্বাস আর অজি টেনশনে। যে টেনশন মিশে গেছে মেলবোর্নের বাতাসে, সিডনির গুঞ্জনে। জাসপ্রিত বুমরা যেন এই সিরিজের গল্পের প্রধান চরিত্র। ভারতের পেস বুলেট প্রথম চার টেস্টে শিকার করেছেন ৩০ উইকেট। সিরিজে ভারতের মোট শিকারের ৪৪.৭৮ শতাংশই তার!
বুমরার গতি, সুইং, আর নিখুঁত লাইন-লেংথের সামনে নাভিশ্বাস অস্ট্রেলিয়ান ব্যাটারদের। সিরিজের সেরা উইকেট শিকারি এখন তিনিই। পেছনে ফেলে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে, যার সংগ্রহ বুমরার চেয়ে ১০ উইকেট কম।
তবে বুমরাকে থামানোর ছক আঁকছে অস্ট্রেলিয়া। কীভাবে? মজার এক সমাধান দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গতকাল রাতে সিডনির কিরিবিলি হাউসে দুই দলের জন্য আয়োজিত নৈশভোজে তিনি হাসতে হাসতে বললেন, ‘বুমরার জন্য একটা আইন পাস করতে পারি। হয় সে বাঁ হাতে বল করবে, না হলে এক কদম দৌড়ে। (হাসি)’
মহা আয়োজন, মজা আর মেলবন্ধন
নতুন বছরের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজের বাসভবনে এই নৈশভোজ এক ঐতিহ্য। ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, বিদায়ী সিইও নিক হকলি এবং তার উত্তরসূরি টড গ্রিনবার্গ। খাদ্যতালিকায় ছিল তন্দুরি, গলদা চিংড়ি, পনির রোলসহ নানা সুস্বাদু আয়োজন।
১৯ বছরের প্রতিভাবান ব্যাটার স্যাম কনস্টাস সেখানে কেডস পরে হাজির হয়ে আলাদা নজর কাড়লেন। তার পরিবারের জন্য রাতটি বিশেষ। কারণ, বাবা-মা বুমরা আর শৈশবের নায়ক বিরাট কোহলির সঙ্গে ছবি তুলেছেন।
কনস্টাসের গল্পও কম রোমাঞ্চকর নয়। গত নভেম্বরে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন। সেটিই তাঁকে অস্ট্রেলিয়ার মূল দলে জায়গা করে দিয়েছে। অ্যালবানিজ মজা করে বললেন, ‘আমি তাকে প্রধানমন্ত্রী একাদশে নিয়েছিলাম। তার জাতীয় দলে আসার কিছুটা কৃতিত্ব আমিও দাবি করি।’
চাপে গম্ভীর, উদ্দীপ্ত কামিন্স
রোহিত শর্মা আর বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন অতিথিদের সঙ্গে গল্পে মেতেছেন, তখন ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর বেশ নীরব। তবে একটি কথা বলেছেন, ‘অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য সুন্দর দেশ, কিন্তু সফরকারী দলের জন্য কঠিন। আমাদের আরেকটি টেস্ট বাকি। আশা করি, দর্শকদের বিনোদন দিতে পারব।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স অবশ্য বেশ আত্মবিশ্বাসী, ‘মেলবোর্নে যা হয়েছে, সেটা আমাদের খেলা অন্যতম সেরা টেস্ট। সামনে সিরিজ জয়ের সুযোগ। মাঠে নামতে তর সইছে না।’
সব আলো এখন সিডনির মাটিতে। বুমরার বুলেটগুলো কি থামাতে পারবে অস্ট্রেলিয়া? নাকি ভারতের গতি-ঝড়ে উড়ে যাবে স্বাগতিকদের সিরিজ জয়ের স্বপ্ন? উত্তরের জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টা।