পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বেশ কিছু নীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্রবাদী ডানপন্থি দলের সদস্যদের সাথে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, গাজা যুদ্ধকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দ্বন্দ্বের জেরে তাকে সরকার থেকে বরখাস্ত করা হয়। বাদ পড়ার পর পার্লামেন্টে আসন ধরে রেখেছিলেন ইয়োভ গ্যালান্ট। এবার পার্লামেন্ট থেকেও পদত্যাগ করলেন তিনি।
সামরিক বাহিনীর নীতি ও অতি গোঁড়া ইহুদিদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেয়াকে কেন্দ্র করে নেতানিয়াহুর সাথে বিরোধের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করেন নেতানিয়াহু। তার এমন পদক্ষেপেরও তীব্র বিরোধিতা করেন গ্যালান্ট।
পদত্যাগের কারণ হিসেবে ইয়োভ গ্যালান্ট বলেন, তিনি নিজের লক্ষ্য এবং সরকারি দায়িত্ব নিয়ে সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।