বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ইন্দোনেশিয়াকে বিশ্বকাপে তোলার দায়িত্ব নিলেন ক্লুইভার্ট 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম

দুই দিন আগে দক্ষিণ কোরিয়ার কোচ শিন তে-ইয়ং-এর আকস্মিক বরখাস্তের পর, বুধবার ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নেদারল্যান্ডসের কিংবদন্তি প্যাট্রিক ক্লুইভার্ট। দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত বার্সেলোনা-আয়াক্সের সাবেক ফরোয়ার্ডের মূল দায়িত্ব ইন্দোনেশিয়া ২০২৬ বিশ্বকাপের চূড়ান্তপর্বে তোলা। 

২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে শিন ইন্দোনেশিয়ার ফুটবলে দারুণ উন্নয়ন ঘটান। তার অধীনে ফিফা র‍্যাংকিংয়ে ১৭৩তম স্থান থেকে ইন্দোনেশিয়া উঠে আসে ১২৭তম স্থানে। ২০২৬ সালের বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জনের পাশাপাশি, এশিয়ান কাপের শেষ ষোলোতে পৌঁছানো এবং ৩২ বছর পর সাউথইস্ট এশিয়ান গেমসে সোনা জেতাও শিনের উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু ইন্দোনেশিয়ান ফুটবল কর্তৃপক্ষের চেয়ারম্যান এরিক তোহরির, যিনি ইন্তার মিলানের মালিক ছিলেন, এর সঙ্গে মতবিরোধ ও ইউরোপীয় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের সমস্যা তার বিদায়ের কারণ বলে জানা গেছে।

সাবেক উপনিবেশিক ইন্দোনেশিয়ার অনেক খেলোয়াড়ই নেদারল্যান্ডসের জন্ম-বেড়ে ওঠা। তাদের সঙ্গে বোঝাপড়াটা ভালো হবে ধরে নিয়েই ক্লুইভার্টকে দায়িত্ব দেয়া। যদিও খেলোয়াড় হিসেবে যতোটা নাম কুড়িয়েছেন, কোচ হিসেবে ক্লুইভার্ট ততোটা করতে পারেননি এখনো। ৭৯টি আন্তর্জাতিক ম্যাচে ৪০ গোল করা ক্লুইভার্ট কুরাসাও জাতীয় দল এবং তুরস্কের আদানা দেমিরস্পোরের কোচ ছিলেন।

ডাচ উপনিবেশিক শাসনের সময় প্রথম ও শেষবারের মতো ১৯৩৮ বিশ্বকাপে খেলেছিল। ইন্দোনেশিয়া। দক্ষিণ এশিয়ার একমাত্র দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলছে ইন্দোনেশিয়া। ৭ দলের গ্রুপে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে জাপান, অস্ট্রেলিয়ার পর তৃতীয় স্থানে এখন তারা। বাকি ৬ ম্যাচ খেলে প্রথম দুদলের মধ্যে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলবে ইন্দোনেশিয়া। তাদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত