বার্সেলোনা ভক্তদের জন্য ঐতিহাসিক এক সুযোগ। ক্লাবটি তাদের স্মরণীয় সংগ্রহশালা থেকে নিলামে তুলছে লিওনেল মেসির ব্যবহার করা লকার। দাম শুরু সাড়ে ৩ লাখ ডলার।
বার্সেলোনা তাদের অনন্য মেমোরাবিলিয়া প্রজেক্টের অধীনে নিলামে তুলেছে বিভিন্ন স্মৃতিময় সামগ্রী। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মেসির লকার ও বেঞ্চ। ২০০৪-০৫ থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত মেসি এই লকার ব্যবহার করেছেন। এতে এখনো রয়ে গেছে মেসির বুটের দাগ।
লকারটিতে রয়েছে মেসির বিখ্যাত জার্সি নম্বর ১০ ও একটি বিশেষ ডিজাইনে তৈরি চিত্র। আয়োজকরা এটিকে বলছেন, 'মেসি স্মারকের অমূল্য নিদর্শন', যা যে কোনো ফুটবল ভক্তের সংগ্রহশালার কেন্দ্রবিন্দু হতে পারে।
গেরার্ড পিকের লকার, যা একসময় ব্যবহার করেছেন ডিয়েগো ম্যারাডোনা ও পেপ গার্দিওলা। এর প্রাথমিক দর ধরা হয়েছে ২ লাখ ডলার। এছাড়া রোনালদিনহো, নেইমার, জাভি, সুয়ারেজসহ আরও অনেক কিংবদন্তির লকার নিলামে রয়েছে।
এই নিলামের উদ্দেশ্য ক্লাবের ঐতিহ্য সংরক্ষণ এবং ভক্তদের সরাসরি ক্লাবের ইতিহাসের অংশীদার হওয়ার সুযোগ দেওয়া। এর আগে বার্সা নিলামে তুলেছে ক্যাম্প ন্যু’র আসন, গোল নেট, এমনকি মাঠের ঘাস থেকে তৈরি ডায়মন্ডও।
বার্সেলোনার এই উদ্যোগ ফুটবল ইতিহাসের সঙ্গে ভক্তদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। নিলামটি পরিচালনা করছে বিখ্যাত সংস্থা গোল্ডিন, যারা এর আগেও মেসি ও বার্সার বিভিন্ন স্মারক সফলভাবে বিক্রি করেছে।