আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে সৈনিক ইসলাম নামে এক চা দোকানিকে গুলি করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার গোরাট ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সৈনিক ইসলাম নীলফামারী জেলার ডিমলা থানার আব্দুল লতিফের ছেলে। তিনি ঘোরাট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করেন।
গুলিবিদ্ধ সৈনিক ইসলামের মা নাজমা বেগম জানান, স্থানীয় সন্ত্রাসী আকাশ, আসিক, সজীব, পারভেজ ও তৈয়বসহ ৮-১০ জন প্রতিনিয়ত পোশাক কারখানার সামনের প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে দোকানদারদের বেদম মারধর করে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলামের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে সে ছুটে দৌড় দিলে তৈয়ব নামের এক সন্ত্রাসী তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ চা দোকানি সৈনিক ইসলামকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে।