সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

অলরাউন্ড গার্ডনারে দুই পয়েন্ট অস্ট্রেলিয়ার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম

নারী অ্যাশেজের প্রথম দুই পয়েন্ট নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। নর্থ সিডনিতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের আলো কেড়েছেন অ্যাশলে গার্ডনার।

টস জিতে ইংলিশ নারীদের আগে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু তারা সুবিধা করতে পারেননি। ২০৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৩৯ রান আসে হিদার নাইটের ব্যাটে। এছাড়া ড্যানি ওয়েট ৩৮ ও অ্যামি জোনস ৩১ রান করেন। ৬.১ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ শিকার ধরেন গার্ডনার। মুঠোয় ভরেন দুটো ক্যাচ। ২টি করে উইকেট পান অ্যালানা কিং, অ্যানাবেল সাদারল্যান্ড ও কিম গার্থ।

সহজ লক্ষ্য তাড়ায় বড় ইনিংস উপহার দেন হিলি। ৭৮ বলে ৭০ রান করেন তিনি। ৬ উইকেটে হারালেও লক্ষ্যে পৌঁছতে অজিদের কষ্ট হয়নি গার্ডনারের কারণে। ৪৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এ অলরাউন্ডার। ৬৭ বল আর ৪ উইকেট বাকি থাকতেই ম্যাচ জেতে অজিরা। মঙ্গলবার মেলবোর্নে হবে দ্বিতীয় ওয়ানডে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত