বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বহুমুখী অভিনেতাদের একজন ইমরান খান। বিভিন্ন সিনেমায় বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে তার দক্ষতা প্রমাণ করেছেন। আজ ইমরান খানের জন্মদিন। ৪২ বছর পূর্ণ করলেন তিনি। তার জন্মদিনে জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য, যা জানেন না অনেকে।
রোমান্টিক কমেডি ছবি 'জানে তু ইয়া জানে না' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান খানের। তার আরও একটি পরিচয় রয়েছে। ইমরান খান আসলে আমির খানের ভাগ্নে। তার আসল নাম ইমরান পাল।
'মেরে ব্রাদার কি দুলহান' ছবিতে অভিনয়ের সময় একটি দৃশ্যের জন্য ক্যাটরিনা কাইফের হাতে প্রায় ২০ বার চড় খেয়েছিলেন এই অভিনেতা। আরবান এশিয়ার সঙ্গে এক সাক্ষাত্কারে বিষয়টি জানিয়েছিলেন স্বয়ং ইমরান খান।
ইমরানকে চড় মারার বিষয়ে ক্যাটরিনা বলেছিলেন, ওই দৃশ্যটি আমাকে হতাশ করেছিল। কারণ আমি যখন শট দিচ্ছিলাম তখন সেটি ফেক মনে হচ্ছিল। তাই এটিকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ইমরান খানই তাকে সত্যিকারের জন্য চড় মারার পরামর্শ দিয়েছিলেন।
পরে ইমরান খানের পরামর্শ অনুযায়ী ক্যাটরিনা এগিয়ে যান। কিন্তু যেহেতু দৃশ্যটিতে একাধিক শট নেওয়ার প্রয়োজন ছিল তাই ইমরানকে প্রায় ১৫-১৬টি চড় মেরেছিলেন ক্যাটরিনা।
শুটিং শেষে ক্যাটরিনা বলেছিলেন, ইমরান তাকে অনুরোধ করেছিলেন, "আমি আর কোনো থাপ্পড় নিতে পারব না।" তবে এতকিছুর পরও দৃশ্যটি অনেক ভালো হয়েছিল।
ইমরান খানের বাবা ছিলেন হিন্দু বাঙালি। তার নাম অনিল পাল। পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। অভিনেতার মা একজন সাইকোলজিস্ট। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর মায়ের বিয়ের আগের পদবিই ব্যবহার করার সিদ্ধান্ত নেন ইমরান। তাই ইমরান পাল থেকে হয়ে যান ইমরান খান।
'জানে তু ইয়া জানে না' ছবি দিয়ে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও শিশুশিল্পী হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়েছিল ইমরান খানের। আমির খানের 'কেয়ামত সে কেয়ামত তাক' ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল ইমরান খানকে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে।
নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর ইমরান খান কিডন্যাপ, লাক, আই হেট লাভ স্টোরিজ, দিল্লি বেলি, মেরে ব্রাদার কি দুলহান, এক ম্যা অর এক তু, মাতরু কি বিজলি কা মান্ডোলা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা!, গোরি তেরে পেয়ার মে, কাট্টি বাট্টিসহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।